Search Bar

LightBlog

Breaking

LightBlog

Tuesday, November 27, 2018

প্যান কার্ড সম্পর্কে নতুন নিয়ম অবশ্যই জেনে রাখবেন...


নমস্কার বন্ধুরা এই ব্লগের মাধ্যমে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।যাদের প্যান কার্ড রয়েছে বা ভবিষ্যতে প্যান কার্ড করতে চান তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি সেই গুরুত্বপূর্ণ খবর চলুন আমরা বিস্তারিত ভাবে জেনে নিই।
ভারতবর্ষের আয়কর বিভাগ প্যান কার্ডের নিয়ম এ বেশ কিছু বড় পরিবর্তন করতে চলেছে এবং এই পরিবর্তনের যে নিয়ম তা চলতি বছরের 5 ডিসেম্বর লাগু হবে। তবে এই যে নিয়ম তা ব্যক্তিগত স্তরে খুব একটা প্রভাব ফেলবে না কিন্তু কোম্পানি বা সংস্থার ক্ষেত্রে বা ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু একটা বড়োসড়ো প্রভাব ফেলবে। এই নতুন নিয়ম অনুযায়ী যে সমস্ত সংস্থার বাৎসরিক লেনদেনের পরিমাণ 2.5 লাখ বা তার বেশি হয় তাহলে তাদেরকে অতি অবশ্যই  প্যান কার্ড বাধ্যতামূলক। প্যান কার্ডের আবেদন 31 শে মে এর মধ্যে করতে হবে, যদি তাদের প্যান কার্ড না থাকে। এর পাশাপাশি এই আয়কর নিয়মে এটি বলা হচ্ছে যে ওই সংস্থার সবথেকে গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিদের সবারই প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।
আরেকটি বিষয় যেকোনো নাগরিকের বাৎসরিক আই 5 লক্ষ টাকা না হলেও কিন্তু তাকে অতি অবশ্যই বাধ্যতামূলকভাবে প্যান নম্বর সংগ্রহ করতে করাতেই হবে।
নতুন নিয়মে এটিও বলা হয়েছে যে যাদের সিঙ্গেল মার্ডার রয়েছেন, তাদের ক্ষেত্রে প্যান কার্ডে বাবার নাম থাকার প্রয়োজন নেই কেউ ইচ্ছা করলে প্যান কার্ডে শুধুমাত্র তার মায়ের নাম রাখতে পারেন। এক্ষেত্রে পিতার পরিচয় বাধ্যতামূলক নয় মাতার পরিচয় দিয়েও প্যান কার্ড খোলা যেতে পারে।
দিনের সব থেকে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় দরকারি বাছাই করার খবর নিয়ে আমরা এই ওয়েবসাইটে আলোচনা করে থাকি। তাই আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।

No comments:

Post a Comment

Adbox